ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে কে হচ্ছে ‘নৌকার মাঝি’, জানা যাবে কাল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বোয়ালখালী-চান্দগাঁও (চট্টগ্রাম–৮)  আসনের উপনির্বাচনে অংশ নিতে দুই দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৫ জন প্রার্থী।

সোমবার ও মঙ্গলবার (২০-২১ মার্চ) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে এসব মনোনয়ন সংগ্রহ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দুই দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের সহধর্মিণী শিরিন আহমেদ, প্রয়াত সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান, ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য বিজয় কুমার চৌধুরী।

আরও পড়ুন  সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল

আরও মনোনয়ন সংগ্রহ করেছেন- আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, শিল্পপতি সুকুমার চৌধুরী, এটিএম আলী রিয়াজ খান, এসএম কফিল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ জাহেদুল হক, মো. সাইফুল ইসলাম, আশেক রসুল খান, জহুর চৌধুরী ও মোহাম্মদ মনছুর আলম, মো. আবু তাহের, কফিল উদ্দীন খান, মো.মোস্তাফিজুর রহমান. মো. এমরান, সাইফুদ্দিন আহমেদ রবি, এসএম আবুল কালাম, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এএ নুরুল ইসলাম ও  আহমেদ ফয়সাল চৌধুরী।

আরও পড়ুন  আ. লীগের ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি

আগামী ২৫ মার্চ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম–৮ আসনের উপ নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ