ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত সহ-সমন্বয়ক ‘শুভ’

বহিষ্কৃত সহ-সমন্বয়ক ওমর ফারুক শুভ। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চাঁদাবাজি, প্রতারণা ও মানহানির অভিযোগে গ্রেপ্তারকৃত বহিষ্কৃত সহ-সমন্বয়ক ওমর ফারুক শুভ’র সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা কেলেঙ্কারির দায়ে সাম্প্রতিক সময়ে সাময়িক বরখাস্ত হওয়া ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সহ-সমন্বয়ক পরিচয়ে ওমর ফারুক শুভ নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামযা মাহবুবের নামে চাঁদাবাজি করার অডিও কথোপকথনটি আমাদের দৃষ্টি এড়ায়নি।

আরও পড়ুন  লোহাগড়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, আহত ৬

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওমর ফারুক শুভ নামক ব্যক্তির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় থাকলেও পরবর্তীতে নীতিবরুদ্ধ কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়ায় আগেই সকল রকমের সাংগঠনিক যোগসূত্রতা থেকে তাকে পরিহার করা হয়েছে। ফলতঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামযা মাহবুবের নামে চাঁদাবাজির অপরাধের দায় পরিপূর্ণরুপে ওমর ফারুক শুভর উপর বর্তায়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন কোনো কর্মকাণ্ড সমর্থন করে না। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে এমন কোনো কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উক্ত অপরাধীর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। চাঁদাবাজি, প্রতারণা ও মানহানির মামলায় ফেনী মডেল থানা ইতোমধ্যে ওমর ফারুক শুভকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন  জামায়াতের কেন্দ্রীয় নেতা অ্যাড. মতিউর আটক

প্রসঙ্গত, নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত হওয়া ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের সাথে কথোপকথনের ১৫ মিনিট ১২ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাহমুদুল হাসানের কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে সে (শুভ)। যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ও ফেনীর বাসিন্দা আজিজুর রহমান রিজভীর নাম উল্লেখ করেন। পরে মঙ্গলবার রাতে আজিজুর রহমান রিজভীর পক্ষে তার বাবা ছিদ্দিকুর রহমান বাদী হয়ে ওমর ফারুক শুভকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  বেগুন-শসা, লেবু-কাঁচামরিচের দামে আগুন, খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস

এছাড়াও, গত আগস্টে আন্দোলনে মামলা বাণিজ্য, চাঁদাবাজিসহ শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহ-সমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হয় শুভকে।