ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চান্দগাঁওয়ে আশ্রয় দেয়ার নামে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযাগে মােহাম্মদ রাসেল (২১) নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভােরের দিকে এ ঘটনা।

জানা গেছে, ধর্ষণের শিকার ওই কিশােরী তার বাবা ও সৎ মায়ের সাথে নগরীর চান্দগাঁও এলাকায় থাকতাে। গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে তার বাবা ও সৎ মায়ের সঙ্গে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। রাতে তার স্কুলের সামনে ঘুরাঘুরি করতে দেখে রাসেল তাকে আশ্রয় দেয়ার কথা বলে তার ঘরে নিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন  টেকনাফে ‘মুক্তিপণের দাবিতে’ ৯ জনকে অপহরণ

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, বিদ্যালয়ের এক শিক্ষকের কল পয়ে মেয়েটিক উদ্ধার করি। পরে চট্টগ্রাম মডিকেল কলজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানা হয়েছে। ধর্ষণের ঘটনায় মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগঃ