চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযাগে মােহাম্মদ রাসেল (২১) নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ভােরের দিকে এ ঘটনা।
জানা গেছে, ধর্ষণের শিকার ওই কিশােরী তার বাবা ও সৎ মায়ের সাথে নগরীর চান্দগাঁও এলাকায় থাকতাে। গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে তার বাবা ও সৎ মায়ের সঙ্গে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। রাতে তার স্কুলের সামনে ঘুরাঘুরি করতে দেখে রাসেল তাকে আশ্রয় দেয়ার কথা বলে তার ঘরে নিয়ে ধর্ষণ করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, বিদ্যালয়ের এক শিক্ষকের কল পয়ে মেয়েটিক উদ্ধার করি। পরে চট্টগ্রাম মডিকেল কলজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানা হয়েছে। ধর্ষণের ঘটনায় মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।