ঢাকা, শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পাকিস্তানের পেশাওয়ার শহরে শনিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করার পরিকল্পনা ঘোষণা করেছেন, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

তিনি বলেন, এই পদক্ষেপটি ভ্রমণ এবং সংযোগের সুবিধার্থে নেওয়া হচ্ছে, যা পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে। হোসেন আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, এবং এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন  ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার দুটি ভূমিকম্প

হোসেন বাংলাদেশের মুক্ত মতামত প্রকাশের প্রতি প্রতিশ্রুতি তুলে ধরেন, বিশেষ করে কিভাবে সামাজিক মাধ্যম তরুণ প্রজন্মকে তাদের অধিকার প্রকাশের সুযোগ প্রদান করছে, যা দেশে মুক্ত বক্তব্যের একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তুলছে।

এছাড়াও, হোসেন খাইবার পাখতুনখোয়া অঞ্চলের স্বাস্থ্যখাত এবং শিল্পখাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং ব্যবসায়ীদের এসব সুযোগ অনুসন্ধান করতে উৎসাহিত করেন। তিনি পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদার কথা তুলে ধরেন, যদিও চট্টগ্রাম এবং করাচি হয়ে বাণিজ্য খুবই সীমিত পরিসরে চলছে।

আরও পড়ুন  আন্দোলনকারীদের বিক্ষোভের ডাক, সতর্ক অবস্থানে পুলিশ

হোসেন বাংলাদেশে আসন্ন নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নই তাদের প্রধান অগ্রাধিকার। তিনি পাকিস্তানের বিমান বাহিনীর অসাধারণ সক্ষমতার প্রশংসা করেন।

তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আলোচিত সংবাদ