রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আসাদুজ্জামান।
আসাদুজ্জামান বলেন, মাহির বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় পৃথক দুটি মামলা রয়েছে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি মারামারি ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে এনে ফেসবুকে লাইভ করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।
আসাদুজ্জামান আরও বলেন, দুটি মামলাতেই মাহিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।