ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

চিত্রনায়িকা মাহি গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আসাদুজ্জামান।

আসাদুজ্জামান বলেন, মাহির বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় পৃথক দুটি মামলা রয়েছে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি মারামারি ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে এনে ফেসবুকে লাইভ করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন  রাজউকের প্লট পেলেন ‘মুজিব’ সিনেমার নায়ক-প্রযোজক

আসাদুজ্জামান আরও বলেন, দুটি মামলাতেই মাহিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ