ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

চিনির দাম কমল কেজিতে ৩ টাকা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কেজিতে ৩ টাকা কমিয়ে পরিশোধিত চিনির দাম সমন্বয় করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে খোলা চিনির দাম প্রতি কেজি ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ মার্চ দ্রব্যমূল্য এবং বাজার পরিস্থিতি সংক্রান্ত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন ২৭ মার্চ আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী চিনির খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন  পেঁয়াজের দাম ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়াচ্ছে: কৃষিমন্ত্রী

এর আগে বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম খুচরা পর্যায়ে নির্ধারণ করা হয়েছিল ১০৭ টাকা। আর প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছিল ১১২ টাকা। যদিও তা বাজারে খুব একটা কার্যক্রম হয়নি। বর্তমানে বাজারে প্রতি কেজি খোলা এবং প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১১৫ টাকা দরে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ