ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চিলিতে দাবানলে ২৩ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চিলিতে তীব্র তাপদাহে সৃষ্ট দাবানলে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির মধ্য-দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত দাবানলে আহত হয়েছে অন্তত ৫৫৪ জন। এর মধ্যে দগ্ধ ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে রয়েছে ১ হাজার ৪২৯ জন।

আরও পড়ুন  নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটবে আজ

এ ছাড়া ক্ষতিগ্রস্ত কয়েকটি অঞ্চলে রেকর্ড উচ্চ তাপমাত্রার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘থার্মোমিটারের পারদ যে উচ্চতায় উঠেছে, এর আগে কখনো এমন দেখা যায়নি।’

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জানিয়েছেন, চিলির মধ্য-দক্ষিণাঞ্চলীয় এলাকায় দাবানল মোকাবিলায় অগ্নিনির্বাপক বাহিনী ও সরঞ্জাম পাঠাবে প্রতিবেশী দেশ আর্জেন্টিনা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ