ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চীনের গোয়েন্দা বেলুন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চীনের সন্দেহভাজন গোয়েন্দা বেলুন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

দেশটির কর্মকর্তারা জানিয়েছে, আটলান্টিক মহাসাগহরের ওপরে থাকা এই বেলুন ভূপাতিত করে তারা।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক সেনাকর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই বেলুন ভূপাতিত করার অনুমতি দিয়েছেন। মার্কিন নৌবাহিনী ও কোস্ট গার্ড কর্মকর্তারা বেলুনটি ভূপাতিত করার পর তা উদ্ধারের জন্য প্রস্তুত ছিলেন।

আরও পড়ুন  জাজিরায় নিহত ৬ জনের পরিচয় শনাক্ত

জানা গেছে, চলতি সপ্তাহে ওই বেলুন প্রথম যুক্তরাষ্ট্রের মন্টানায় দেখা যায়। এটি দেশটির মধ্যাঞ্চল জুড়ে পরিদর্শন করে।

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের নজরদারিমূলক বেলুন ভেসে বেড়ানোর ঘটনা রীতিমত বিষ্ময়ের জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এ অভিযোগ অস্বীকার করে চীনের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশে যে বেলুন দেখা গেছে, সেটি আসলে আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত একটি আকাশযান। এটি বাতাসের কারণে লক্ষ্যচ্যুত হয়েছিল।

আরও পড়ুন  বাংলাদেশিদের ভিসা প্রদান প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

তবে মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা মনে করেন, এটি বেশি উঁচুতে বেড়াতে সক্ষম একটি গোয়েন্দা উপকরণ। বেলুনটি প্রায় ৬০ হাজার ফুট ওপরে উড়ছিল। আনুমানিক এটি প্রায় তিনটি স্কুল বাসের সমান।

সূত্র- সিএনএন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ