উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাজিক কাউন্টিতে তাজিকিস্তানের সীমান্তের কাছে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ভূকম্পন অনুভূত হয় বলে চীনা ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় এলাকায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠানের তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল তাজিকিস্তানের মুরঘোব থেকে ৬৭ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।
চীনের তাজিক কাউন্টির প্রধান জাপার সিনহুয়াকে জানিয়েছেন, সীমান্তে ভূকম্পনটি তীব্রভাবে অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।