ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌমুহনীতে আগুনে পুড়ে ছাই ১০টি দোকান

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ফের কবুতর বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে চৌমুহনী বাজারের কবুতর হাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোর রাতে চুনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের নৈশ প্রহরীর চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন  উন্নয়নের জন্য একটু কষ্ট মেনে নিতে হবে: ওয়াসা

চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো.বেলাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে দুটি মুদি দোকান, একটি ক্রেকারিজ ও একটি চুনের দোকানসহ ১০টি দোকান পুড়ে গেছে। এতে ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  ময়মনসিংহে চলন্ত ট্রাকের ধাক্কায় নিহত ২

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ