ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

ছুরিকাঘাতে স্ত্রী হত্যার অভিযোগে আটক স্বামী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার সাভারে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ দ্বীন ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে সাভারের আনন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুলতানা বেগমের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকায়। আটক দ্বীন ইসলাম পটুয়াখালী জেলার আমতলী থানার টেপুরা গ্রামের শাহজাহান খলিফার ছেলে। আশুলিয়ার আউকপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন এ দম্পতি।

আরও পড়ুন  চট্টগ্রামের বাকলিয়ায় ভয়াবহ আগুন

নিহতের খালু মোস্তফা মোল্লা জানান, স্বামী দ্বীন ইসলামের সঙ্গে ঝগড়া করে আনন্দপুরে তার খালার বাসায় যান সুলতানা। বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বীন ইসলাম সুলতানাকে নিতে আসেন। যেতে রাজি না হলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দ্বীন ইসলাম ছুরিকাঘাত করে সুলতানাকে জখম করে। পরে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  পতেঙ্গায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় অভিযুক্ত দ্বীন ইসলামকে আটক করা হয়। দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মরদেহ রাতেই ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান সুদীপ কুমার গোপ।

আরও পড়ুন  চট্টগ্রামে তফসিল ঘোষণার পর নগর আ.লীগের আনন্দ মিছিল

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ