মৌলভীবাজারে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেয়ন্তী নুনিয়া (৫১) আলিনগর চা বাগান এলাকার বাসিন্দা। অভিযুক্ত ছেলের নাম সাধন নুনিয়া (২৩)।
কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা দেয়ন্তী নুনিয়াকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন সাধন। মায়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে সাধন পালিয়ে যান। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেয়ন্তীকে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে পাঠানোর প্রস্তুতি চলছে। থানায় এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি। তবে অভিযুক্তকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।