ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাজিরায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৬

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে শরীয়তপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. সেলিম মিয়া গণমাধ্যমকে জানান, ভোরে নাওডোবা এলাকায় ঢাকাগামী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা ছয়জন নিহত হন।

আরও পড়ুন  বরিশালে 'হানিফ পরিবহন'র বাস চাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। আমরা মরদেহ নিয়ে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি জানান মো. সেলিম মিয়া।

ট্যাগঃ