ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

‘জাতীয় নাগরিক কমিটিতে সাবেক শিবির কর্মীর সংখ্যাই বেশি’

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতীয় নাগরিক কমিটিতে সাবেক শিবির কর্মীর সংখ্যাই বেশি। সারোয়ার তুষার একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাবেক শিবিরের সদস্যরা আমাদের সংগঠনে যোগ দিয়েছে।

সারোয়ার তুষার বলেন, তারা আর শিবিরের রাজনীতি অনুসরণ করে না এবং শিবিরের রাজনীতিকে ভুল মনে করে, এজন্য তারা আমাদের সংগঠনে এসেছে।

একটি পত্রিকায় শিবির সম্পর্কে ভুল তথ্য প্রকাশিত হলে, আমরা শিবিরের পক্ষ নিয়ে আন্দোলন করেছি, কারণ আমরা সৎ। তিনি আরও বলেন, জাতীয় নাগরিক কমিটিতে সাবেক শিবিরই বেশি ।

আরও পড়ুন  বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, ৫ উপজেলায় আবারও বন্যার আশঙ্কা

তাদের সাথে মূলত দূরত্ব সৃষ্টি হয়েছে কারণ তারা তাদের দাবিগুলি সাংগঠনিক ফোরামে না এনে ফেসবুকে প্রকাশ করেন।

পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, তারা দলে থাকবেন না।

তিনি আরও বলেন, যদি আপনি সাংগঠনিক ফোরামে না আসেন, তাহলে আমরা কীভাবে আপনার দাবিগুলি বুঝব? তবে, আমরা মনে করি এটি তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কী বলছেন।

আরও পড়ুন  বাংলাদেশে শাখা খুলবে রাশিয়ার 'এসবারব্যাংক'

সংগঠন হিসেবে আমরা একত্রিত আছি, তবে এটাও বলা যাবে না যে সাবেক শিবিরের সদস্যদের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে যোগ করেন সারোয়ার তুষার।