চট্টগ্রামের জামালখানে ‘গোপন বৈঠকের’ সময় জামায়াত-শিবিরের অন্তত ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ মার্চ) রাতে নগরীর কোতোয়ালী থানার জামালখান এলাকার কাচ্চি ডাইন নামে একটি রেস্তোরাঁয় বৈঠক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, দলীয় পরিচয় গোপন করে অন্য একটি ব্যানারে জামালখানের কাচ্চি ডাইন নামে রেস্তোরাঁয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করবে বলে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি। খবর পেয়ে রাতে ওই রেস্তোরাঁর তৃতীয় দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ৩০ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাচাই করে ৩০ জনের নামেই নাশকতার পরিকল্পনার মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই রেস্টুরেন্টে তারা ছড়িয়ে ছিটিয়ে নতুন একটা নাম দিয়ে বৈঠক করছিল। পুলিশের চোখ ফাঁকি দিতে নতুন কৌশলে তারা এরকমভাবে বসেছিল হয়তো। সামনে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নতুন কৌশলে, নতুন পন্থায় একত্রিত হয়েছিল তারা।
গত বছরের ১৬ মে রাতে টেরিবাজারের ‘আল বয়ান’ নামে একটি হোটেলে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছিল কোতোয়ালী থানা পুলিশ। যাদের মধ্যে ১০ জনই জামায়াত ইসলামীর বিভিন্ন স্তরের নেতা ও অর্থের যোগানদাতা ছিলেন বলে জানিয়েছিল পুলিশ।