জার্মানির হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় কমপক্ষে ৭ জন নিহত ও আহত হয়েছেন আরও ৭ জন।
বৃহস্পতিবার (৯ মার্চ) এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি ও রয়টার্সের।
বিবিসি জানায়, স্থানীয় সময় রাত ৯টার দিকে শহরটির গ্রস বোর্স্টেল জেলার ডেলবো স্ট্রিট এলাকায় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এ সময় স্থানীয়দের মধ্যে বন্দুক হামলার খবর ছড়িয়ে পড়ে। রাত সোয়া ৯টার দিকে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আহত অবস্থায় এবং অন্তত ৬-৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ আরও জানায়, ধারণা করা হচ্ছে হামলাকারীর সংখ্যা একজনই ছিল। তিনি নিহত ওই ৬-৭ জনের মধ্যে একজন। তবে হামলার কোনো কারণ এখনো জানতে পারেনি পুলিশ। এমনকি নিহতদের পরিচয়ও এখনো শনাক্ত করা যায়নি। তদন্ত চলছে।
হতাহতের সংখ্যা ঠিক কত জন সেটি নিশ্চিত করে জানায়নি পুলিশ। তবে জার্মান সংবাদমাধ্যম দ্য বিল্ড-এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে ‘জিহোভাস উইটনেস’ সম্প্রদায়ের চার্চ কিংডম হলে এ গোলাগুলির ঘটনায় অন্তত সাত জন নিহত এবং আট জন আহত হয়েছেন।