ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জাল ভোটের প্রমাণ মিললে ভোট বন্ধ: ইসি হাবিব

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চলমান উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আহসান হাবিব কামাল বলেছেন, একটি কেন্দ্রেও যদি জাল ভোটের প্রমাণ পাওয়া যায়, তবে সেটি বন্ধ করে দেওয়া হবে।

শুত্রুবার (১৭ মে) বিকেলে ভোলায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রির্টানিং অফিসার, সহকারি রির্টানিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন  টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা

নির্বাচন কমিশনার আহসান হাবিব কামাল বলেন, নির্বাচনে প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিরোধ বা প্রতিহিংসা যেন না থাকে। নির্বাচনে যাতে প্রভাবশালী এমপি-মন্ত্রীরা প্রভাব বিস্তার বা পেশিশক্তি প্রদর্শন করতে না পারে সেদিকেও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীই আমাদের কাছে সমান, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। নির্বাচনের পূর্ববর্তী বা পরবর্তী সময়ে সংখ্যালঘুদের ওপর যাতে নির্যাতনের ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন  মহারাষ্ট্রে যাত্রীবাহী বাসে বিস্ফোরণ, শিশুসহ নিহত ২৫

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, একটি কেন্দ্রেও যদি জাল ভোটের প্রমাণ পাওয়া যায়, সেটি বন্ধ করে দেওয়া হবে।

ট্যাগঃ

এ বিভাগের আরও

সর্বশেষ