ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৈঠকে রাশিয়াকে ইউক্রেনে এই আগ্রাসী যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানান ব্লিঙ্কেন।
বৃহস্পতিবার (২ মার্চ) ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সংক্ষিপ্ত সময়ের জন্য এ বৈঠক করেন।
এর মধ্য দিয়ে এক বছরের বেশি সময় আগে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর এটিই দুই শীর্ষ মন্ত্রীর প্রথম মুখোমুখি বৈঠক।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তাদের এ বৈঠক চলে ১০ মিনিটেরও কম সময়।
বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রীকে (সের্গেই লাভরভ) বলেছি এই আগ্রাসী যুদ্ধের অবসান ঘটিয়ে একটি অর্থপূর্ণ কূটনীতিতে যুক্ত হতে, যাতে করে র্দীঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠিত হয়।
এ সময় তিনি রাশিয়াকে আবারও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
সূত্র: বিবিসি