ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টাইগার পাস এলাকার তালাবদ্ধ ঘর থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের খুলশী থানার রেলওয়ের টাইগার পাস এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রেলওয়ের তালাবদ্ধ কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান।

তৌহিদুর রহমান বলেন, খবর পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। মরদেহের শরীরে গভীর ক্ষতচিহ্ন রয়েছে এবং হাত-পা বাঁধা ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ডা. শাহাদাত হোসেন চসিক মেয়র

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ