ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন নরেন্দ্র মোদি।
রবিবার (৯ জুন) দেশটির রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার ৭২ সদস্যও একযোগে শপথ নিচ্ছেন মোদির সঙ্গে। এর মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।
মোদির পরে অমিত শাহ, রাজনাথ সিংহ, নীতিন গড়করি, জগত প্রকাশ (জেপি) নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর এবং মনোহর লাল একে একে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য ৭ বিদেশি নেতা। সব মিলিয়ে এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি প্রায় আট হাজার।