নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার আটজন এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বদলি করা কর্মকর্তাদের আটজন ডিএমপির লাইনওআর নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।
এরমধ্যে আনোয়ার হোসেন মিঞাকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে, মুহাম্মদ গোলাম নবী শেখকে ডিএমপির ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে, মোহাম্মদ আলীকে ডিবি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, ফারুকুল ইসলামকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে, একেএম মাহবুবুল আলমকে গোয়েন্দা রমনা বিভাগে, মিন্টু চন্দ্র বণিককে গোয়েন্দা ওয়ারী বিভাগে, রাজীব হোসেনকে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং মাসুদুর রহমানকে গোয়েন্দা মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া সচিবালয় নিরাপত্তা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান তরফদারকে ডিএমপি ট্রাফিক তেজগাঁও বিভাগে এবং বেলায়েত হোসেনকে ট্রাফিক মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।