ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

ডিমলায় সিপিবির স্মরণ সভা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মোঃ শাহিনুর রহমান।।

তেভাগা আন্দোলনের সাহসী যোদ্ধা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড নিমেশ চন্দ্র সিংহ রায়ের ১৪ তম মৃত্যুবার্ষীকি পালিত হয়েছে।

আজ ১লা জুন সিপিবি ডিমলা উপজেলা শাখার আয়োজনে বাবুর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি নীলফামারী জেলা শাখার সভাপতি কমরেড আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ (মার্কস) নীলফামারী জেলা শাখার আহবায়ক মোঃ ইউনুছ আলী। বক্তব্য রাখেন সিপিবি ডিমলা শাখার সাধারন সম্পাদক মোঃ মাহবুবুল ইসলাম, কমরেড মনি সিংহ রায়, কমরেড রমেন চন্দ্র রায়, কমরেড ফজলার রহমান।

আরও পড়ুন  প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতিসংঘ চেয়ারম্যান

সভায় সঞ্চালনা করেন ডাঃ গোপাল চন্দ্র রায়, বক্তারা প্রয়াত নিমেশ চন্দ্র রায়ের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কৃষক, শ্রমিক ক্ষেত মজুরকে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান।

ট্যাগঃ

আলোচিত সংবাদ