ঢাকা, বৃহস্পতিবার - ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিসেম্বরে করোনায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, ছুটির দিনে জনসমাগম এবং বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যারিয়েন্টের বিস্তারের কারণে গত মাসে কোভিড-১৯ এর সংক্রমণ বেড়েছে।

টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ডিসেম্বরে প্রায় ১০ হাজার মৃত্যুর খবর পাওয়া গেছে। তখন প্রায় ৫০টি দেশে হাসপাতালে ভর্তির হার ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তা বেশিরভাগ ইউরোপ ও আমেরিকায়।

আরও পড়ুন  ডেঙ্গুভীতি নিয়েই আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে সংস্থাটির মহাপরিচালক সাংবাদিকদের বলেন, যদিও মহামারির সময়ের তুলনায় মাসে ১০ হাজার মৃত্যু অনেক কম, তবে এতদিন পরে এসে প্রতিরোধযোগ্য স্তরে এই মৃত্যু গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, এটি ‘নিশ্চিত’ যে অন্যান্য জায়গায় সংক্রমণ বাড়ছে, যা রিপোর্ট করা হচ্ছে না। তিনি সরকারকে নজরদারি বজায় রাখতে এবং চিকিৎসা ও ভ্যাকসিন অব্যাহত সরবরাহের আহ্বান জানান।

আরও পড়ুন  ৭ দাবি-৩ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে হেফাজতে ইসলাম

টেড্রোস বলেন, জেএন-১ ভ্যারিয়েন্ট এখন বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য। যা ওমিক্রনের একটি ভ্যারিয়েন্ট। তাই বর্তমান ভ্যাকসিনগুলোর এখনও কিছু সুরক্ষা দেওয়া উচিৎ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ