তিন দিনের সফরে বাংলাদেশে আসলেন বেলজিয়ামের রানি মাথিল্ডে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বেলজিয়ামের রানিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বেলজিয়ামের কোনো রানির এটিই প্রথম বাংলাদেশ সফর। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অ্যাডভোকেট হিসেবে রানি এই সফর করছেন।জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি মাথিল্ডে। এসডিজি বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বা অনুপ্রেরণা যোগাতে এ সব অ্যাডভোকেট ভূমিকা রাখেন।
রানি সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা, স্থানীয় একটি স্কুল এবং বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করবেন।
সফর শেষে আগামী ৮ ফেব্রুয়ারি (বুধবার) বেলজিয়ামে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।