ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

ঢাকা বিমানবন্দরে হাটহাজারী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান গ্রেপ্তারের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত বুধবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন  দেওয়ানহাট ব্রিজ এলাকায় টায়ারের গুদামে আগুন

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসান উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের মৃত নুরুল আলমের পুত্র। তার বিরুদ্ধে এ পর্যন্ত একটি হত্যা মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হাসান ৫ আগস্টের পর গ্রেপ্তার এড়াতে গোপনে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যান। এরইমধ্যে তিনি কয়েকবার গোপনে আসা-যাওয়া করেন। বিষয়টি হাটহাজারী মডেল থানা পুলিশের নজরে আসলে তারা ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশনকে বিষয়টি জানিয়ে রাখে। গত বুধবার রাতে দুবাই থেকে ঢাকা এয়ারপোর্টে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে হাসানকে নিয়ে আসে।

আরও পড়ুন  বিএনপি নির্বাচনে আসছে....!

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান, হাসানকে গতকাল বৃহস্পতিবার সকালের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আলোচিত সংবাদ