খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাবির রাজু ভাস্কর্য এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল, আর কিছুটা দূরে ডাস ক্যাফেটেরিয়া এলাকায় বিক্ষোভ করে ছাত্রদল।
এর আগে, দুপুরে কুয়েট শিক্ষার্থীরা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ চেয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়া ক্যাম্পাসের বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ে।
খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।