তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের হাত ধরেছে মধ্য আমেরিকান দেশ হন্ডুরাস। আর এর দু’দিন পরই তাইওয়ানকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে হন্ডুরান কর্তৃপক্ষ।
নির্দেশনা অনুযায়ী, ৩০ দিনের মধ্যে তাইওয়ানকে হন্ডুরাসের দূতাবাস খালি করে চলে যেতে হবে।
মঙ্গলবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানকে অবশ্যই ৩০ দিনের মধ্যে হন্ডুরাসে তার দূতাবাস খালি করতে হবে বলে হন্ডুরাসের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা সোমবার বলেছেন। হন্ডুরান প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন এবং এশিয়ান জায়ান্ট চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই নির্দেশনা দেওয়া হলো।
রয়টার্স বলছে, গত সপ্তাহান্তে তাইওয়ানের সাথে কয়েক দশকের সম্পর্ক ছিন্ন করার এবং একইসঙ্গে বেইজিংয়ের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরুর ঘোষণা দেয় মধ্য আমেরিকার এই দেশটি। আর এরপরই সোমবার তাইওয়ানকে তার দূতাবাস খালি করতে হবে বলে সোমবার স্থানীয় টেলিভিশনে আদেশ জারি করেন হন্ডুরাস উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও গার্সিয়া।
অবশ্য হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রোর প্রধান রক্ষণশীল বিরোধীরা ঘোষণা দিয়েছে, তারা ক্ষমতায় ফিরে আসলে চীনের সঙ্গে সম্পর্ক উন্মুক্তকরণের এই পদক্ষেপ তারা উল্টে দেবে।