তুরস্ক-সিরিয়া সীমান্তে আবারও আঘাত হানা ভূমিকম্পে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে তুরস্কের দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সমতল থেকে দুই কিলোমিটার গভীরে।
বার্তা সংস্থা এএফপি জানায়, উৎপত্তিস্থল থেকে ২০০ কিলোমিটার দূরের শহর আনতাকিয়া ও আদানা থেকেও এই ভূমিকম্প অনুভূত হয়। হাতায়ের পাশেই সিরিয়া। ভূমিকম্প কাঁপিয়েছে সেখানকার অঞ্চলকেও।
৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পের কয়েক মিনিট পরই হাতায় প্রদেশের সামানদাগ শহরে ৫.৮ মাত্রার আরও একটি পরাঘাত অনুভূত হয়। আরও পরাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের এই ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত লোকজন ঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় এবং বিভিন্ন উদ্যানে রাত কাটিয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু জানান, ভূমিকম্পে সেখানে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি মানুষ।