দিনাজপুরে জেলা ওলামা লীগের সাবেক সভাপতি আকরাম হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ময়নাতদন্তের পর সন্ধ্যায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।
আকরাম হোসেন দিনাজপুর শহরের পুলহাট কসবা এলাকার সাইদুর রহমানের ছেলে।
তিনি বলেন, বুধবার সকালে নিজ বাসা থেকে আকরামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরও বলেন, দিনাজপুর জেলা ওলামা লীগের সভাপতি হিসেবে আকরাম দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মৃতের পারিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টায় দাড়াইল ঈদগাঁ মাঠে জানাজা শেষে তার দাফন হবে।