দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
সোমবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা ত্যাগ করেন লু।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি।
নৈশভোজে আরও আমন্ত্রিত ছিলেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর, মানবাধিকারকর্মী নূর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক তাসনিম আরেফা সিদ্দিকী ও নারীনেত্রী শিরিন হকসহ বেশ কয়েকজন।