ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

দুর্নীতিসহ গুম খুনের মামলা হলে আ.লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দুর্নীতিসহ ১২ বছরের গুম, খুনের মামলা হলে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

শুক্রবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে ‘বাংলাদেশ নাগরিক অধিকার’ নামের একটি সংগঠন।

আরও পড়ুন  মার্কিন ভিসা নীতি নিয়ে সরকার কোনও চাপ অনুভব করছে না: ড. হাছান মাহমুদ

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না- ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি। এ ধরনের বক্তব্য দেওয়া থেকে আওয়ামী লীগ নেতাদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ওয়ান ইলেভেনে খালেদা জিয়ার চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বেশি মামলা ছিল। তারা ক্ষমতায় এসে সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে তাদের সব মামলা চালু করা হবে। এসব মামলায় তাদের প্রত্যেকেরই সাজা হবে।

আরও পড়ুন  ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের 'ভুবন মাঝি'

খসরু বলেন, সরকারবিরোধী আন্দোলন ঘিরে কাউকে জেলে নিলে লাভ হবে না। সকল নেতাকর্মীরা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে নামবে এই সরকার রেহাই পাবে না।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বনভোজন করছেন, আর জনগণ খেতে পারে না। একতরফা নির্বাচন এ দেশে আর হবে না। গণতন্ত্রের জন্য আবার রক্ত দিতে হচ্ছে, তা লজ্জার। নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করুন।

আরও পড়ুন  গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে তালা

আয়োজক সংগঠনের সভাপতি এমএ জাহাঙ্গীর আলম এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ