ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

দেশে আরও ২২ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২২ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

আরও পড়ুন  কালবৈশাখীতে লন্ডভন্ড হাটহাজারী

সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৩৪ হাজার ৩৮৮টি।

গত ২৪ ঘণ্টায় কেউ আইসোলেশনে আসেনি এবং আইসোলেশন থেকেও কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৮২৮ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৫৯২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৩৬ জন।

আরও পড়ুন  'আয়নাঘর' থেকে মুক্তি পেলেন আমান আযমী ও মীর আহমাদ

এ নিয়ে সারা দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৬ হাজার ৪৪০ জন।

আলোচিত সংবাদ