প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন।
বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১২৬) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৮টার দিকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। সেখানে প্রধানমন্ত্রীকে বিদায় জানান কাতার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ দোহায় যান প্রধানমন্ত্রী।
ওই সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সফরকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। পাশাপাশি যোগ দেন প্রবাসীদের সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে।