ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে ভোটার বাড়ল ৫৮ লাখ ৬৪ হাজার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সারাদেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০। এবার ভোটার বৃদ্ধির হার ৫ দশমিক ১৮ শতাংশ। মোট ভোটার বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন।

বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান।

আরও পড়ুন  বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট

সিইসি জানান, গত বছরের ২ মার্চ পর্যন্ত দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ২০২২ সালের হালনাগাদে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন। আর মারা যাওয়ার কারণে বাদ দেয়া হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জনকে। দেশে বর্তমান ভোটারদের মধ্যে পুরুষ ছয় কোটি চার লাখ ৪৫ হাজার ৭২৪ জন, নারী পাঁচ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।

আরও পড়ুন  'ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে আগ্রহী বাংলাদেশ'

এর আগে সিইসি, অন্য কমিশনারসহ নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা ভোটার দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণ করেন। যা নির্বাচন ভবনের সামনে থেকে শুরু করে পিএসপি মোড়, বিএনপি বাজার মোড় হয়ে নির্বাচন ভবনে গিয়ে শেষ হয়।

গত বছরের ২০ মে থেকে গত ২০ নভেম্বর পর্যন্ত চার ধাপে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ শেষ করে ইসি। হালনাগাদের খসড়া তালিকা পূর্বঘোষিত সময় (১৫ জানুয়ারি) অনুযায়ী প্রকাশ করা হয়।

আরও পড়ুন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী আজ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ