পারফর্মিং আর্টসের মধ্য দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হয় এ পারফর্মিং আর্টসের প্রদর্শনী কর্মসূচি।
‘ব্যবসায়িক সিন্ডিকেটের শেকল বন্দী জনতন্ত্র’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আর্টস প্রদর্শনীতে ছয়টি চরিত্রে অভিনয় সম্পন্ন হয়।
‘দুর্নীতিবাজ সিন্ডিকেট ব্যবসায়ী’ চরিত্রে অভিনয় করেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। ‘তরুণ সমাজ’ চরিত্রে অভিনয় করে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এম এ সায়েদ। অন্যান্য চরিত্রগুলো হলো প্রশাসন, হলুদ গণমাধ্যম, বুদ্ধিজীবী রাজনীতিবিদ এবং জনসাধারণ।
আর্টস প্রদর্শনীতে বেশ কিছু প্রশ্ন রাখা হয়। এসব প্রশ্নের মধ্যে ছিল- দেশের এই ক্রান্তি লগ্নে দেশকে উদ্ধার করবে কে, দেশের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাবে কে, দেশের পরাধীন গণমাধ্যমকে উদ্ধার করবে কে, ইত্যাদি।