নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁওয়ে বিলের মধ্যে হ্যান্ডকাপ পড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।
স্থানীয়রা জানান, হালকা খাকি রঙের প্যান্ট ও জিন্সের শার্ট পরা ওই যুবকের মরদেহটি বিলের মাঝখানে উপুড় করে শোয়ানো ছিল। তার দুই হাত পেছনে হ্যান্ডকাপে আটকানো এবং দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি আবু সিদ্দিক ভয়েস অফ এশিয়াকে জানান, এখন পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি। পুলিশ তার সঠিক পরিচয় উদ্ধারসহ কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা শনাক্ত করতে কাজ করছে।