ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাটোরের বড়াইগ্রামে হ্যান্ডকাপ পড়া অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁওয়ে বিলের মধ্যে হ্যান্ডকাপ পড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।

স্থানীয়রা জানান, হালকা খাকি রঙের প্যান্ট ও জিন্সের শার্ট পরা ওই যুবকের মরদেহটি বিলের মাঝখানে উপুড় করে শোয়ানো ছিল। তার দুই হাত পেছনে হ্যান্ডকাপে আটকানো এবং দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন  অল্প বৃষ্টিতেই চলাচলে অনুপযোগী হয়ে পড়ে সিডস্টোর-সখীপুর সড়ক

ওসি আবু সিদ্দিক ভয়েস অফ এশিয়াকে জানান, এখন পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি। পুলিশ তার সঠিক পরিচয় উদ্ধারসহ কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা শনাক্ত করতে কাজ করছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ