ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. রফিক (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ৮টার দিকে শাহ আমানত বিমানবন্দরের পাশে বাটারফ্লাই পার্কের সামনে এ ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মো. রফিক দক্ষিণ পতেঙ্গার মৃত বদিউর রহমান ছেলে বলে জানা গেছে।

আরও পড়ুন  বারুণী স্নানে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

পুলিশ সূত্র জানায়, পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এবং বিভিন্ন ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়ে ইলিয়াস গ্রুপের সঙ্গে রফিক ও তার ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ নিয়ে কয়েকটি মামলাও চলমান রয়েছে। পূর্ববিরোধের জেরে বাটারফ্লাই পার্কের সামনে রফিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  মারা গেলেন চকরিয়ায় আহত যুবলীগ নেতা বাবু

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ইলিয়াস গ্রুপের হামলায় রফিক খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে জানান আবু জায়েদ মো. নাজমুন নুর।

ট্যাগঃ

আলোচিত সংবাদ