সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন ও বিচার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তারা হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।
এতে বলা হয়, সংবিধানের ৯৬ (৪) এর অনুচ্ছেদ অনুযায়ী এই তিনজন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন।
রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রায় পাঁচবছর ধরে এই তিনজন বিচারপতিকে বিচারকাজ থেকে দূরে রাখা হয়েছিল।