ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

‘পদ্মশ্রী’ পদক পেলেন রাভিনা ট্যান্ডন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পদ্মশ্রী পদক পেলেন বলিউডের তারকা অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। সিনেমায় অসামান্য অবদান রাখার জন্য গত তিন দশক ধরে অভিনয় করা এই অভিনেত্রীকে পদ্মশ্রী পদক দেওয়া হলো।

এটি ভারতের চতুর্থ সেরা বেসামরিক পুরস্কার। ভারতের প্রজাতন্ত্র দিবসে এই পুরস্কার দেওয়া হয়েছে রাভিনাকে।

১৯৯১ সালে বলিউডে ক্যারিয়ার শুরু করেন রাভিনা ট্যান্ডন। বলিউডে তার প্রথম সিনেমা ‘পাত্থর কে ফুল’ বক্স অফিসে সাফল্য পায়। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একেএকে ‘লাগলা’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘আতিস’, ‘মোহরা’ ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘দিলওয়ালে’, ‘ইমতিহান’, ‘খিলাড়ি ও কা খিলাড়ি’, ‘রক্ষক’, ‘জিদ্দি’, ‘আন্টি নং ওয়ান’, ‘দুলহে রাজা’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন  নভেম্বরে হৃত্বিক-সাবা'র বিয়ে

ভারতের মুম্বাইতেই জন্মগ্রহণ করেন রাভিনা ট্যান্ডন। জুহুর স্কুল থেকে পড়াশোনা সম্পন্ন করেন তিনি। এরপর মুম্বাইয়ের মিঠিবাই কলেজে ভর্তি হন। পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করতে করতেই প্রথম সিনেমার প্রস্তাব পান তিনি।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, আমি কখনো ভাবিনি যে অভিনেত্রী হবো। জেনেসিস পিআর-এ তখন ইন্টার্নশিপ করছিলাম। প্রহ্লাদ কক্করের সহকারী হিসেবে কাজ করছিলাম। সেই সময় আমার লুক নিয়ে অনেকেই কথা বলতেন। আমার আশেপাশের লোকেরা আমার চেহারার প্রশংসা করতেন।

আরও পড়ুন  শাকিব অনুমতি দিলে ঈদে দেখা মিলবে অপুর

ট্যাগঃ

আলোচিত সংবাদ