ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পাতাল রেলের যুগে প্রবেশ করছে বাংলাদেশ, চলতি মাসেই উদ্বোধন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মেট্টোরেলের পর এবার পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

২৬.৬ কিলোমিটার রেলপথটি ১৬.৪ কি. পাতাল এবং ১০.২ কি. উড়াল অংশ ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি নির্মাণ করবে। পথটি কমলাপুর থেকে এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল পর্যন্ত নির্মাণ করা হবে।

ডিএমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানায়, মেট্রোরেল প্রকল্প পাতাল পথ তৈরির জন্য ৪ টি পয়েন্টে সুড়ঙ্গ করা হবে। এরপর বোরিং মেশিন প্রবেশ করানোর মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করা হবে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্মাণ কাজ উদ্বোধন করবেন।  এ বিষয়ে সড়ক ও মহাসড়ক বিভাগে একটি পত্র পাঠানো হয়েছে।

পরিকল্পনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মধ্যে এমআরটি লাইন ওয়ানের কাজ শেষ করা হবে বলে তিনি জানান।

ট্যাগঃ

আলোচিত সংবাদ