ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পাহাড়তলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের পাহাড়তলীতে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন  কাপ্তাই সড়কে চলন্ত সিএনজির ওপর গাছ ভেঙে পড়ে আহত ২

এদিকে, ওই বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আঙ্গুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছেন বলে জানা গেছে।

ট্যাগঃ