চট্টগ্রামের পাহাড়তলী কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টা ১৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, মধ্যরাতে পাহাড়তলী কাঁচা বাজারে আগুন লাগে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
এদিকে, আগুন নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।