ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এ বছর ইফতার মাহফিল করবে না পুলিশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

এবার রমজানে পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ২৯ মার্চ পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করেছিল পুলিশ। তবে সেটি অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ঘোষিত ইফতার মাহফিল না করে কৃচ্ছ্রতা সাধনের নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ পুলিশের ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

বিগত বছরগুলোতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনৈতিক, পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তারা, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীরা উপস্থিত থাকতেন। এ বছর আর ইফতার মাহফিল করবে না পুলিশ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ