ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা নরেন্দ্র মোদির

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদি চিঠিতে উল্লেখ করেছেন যে, তারা ঐতিহ্যবাহী উৎসাহের সাথে ঈদ-উল-ফিতর উদযাপন করার সময়, বিশ্বজুড়ে মানুষকে সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একত্রিত হওয়ার মূল্যবোধের কথা মনে করিয়ে দেওয়া হয়।

তিনি বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করেন এবং আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরো দৃঢ় হয়ে উঠুক বলে কামনা করেন।