ঢাকা, শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

প্রশ্নপত্র ফাঁস কান্ডে খলিলের সহায়তায় চাকরি পেয়েছেন ৩ থেকে ৪শ জন

খলিলুর রহমান। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পিএসসি’র প্রশ্নপত্র ফাঁস ঘটনায় গ্রেপ্তার খুলনার খলিলুর রহমান চাকরি পেতে সহায়তা করেছেন ৩ থেকে ৪শ’ জনকে। বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। ঢাকায় কিনেছেন বাড়িও।

এদিকে, প্রশ্নফাঁসে জড়িত বরিশালের লিটন সরকার ও বগুড়ার নিয়ামুল ও মামুনুরের স্বজনদের দাবি, তারা ষড়যন্ত্রের শিকার।

খুলনার রায়ের মহলের খলিলুর রহমান। ছিলেন সরকারি কর্ম কমিশন-পিএসসির ডেসপাচ রাইডার। গ্রেপ্তার হয়েছেন, ১৭ জনের বিরুদ্ধে করা সিআইডির প্রশ্নফাঁসের মামলায়।

আরও পড়ুন  তুরস্কে পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তথ্য বলছে, পিএসসির অধীনে বিসিএস ক্যাডার, নন-ক্যাডার ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত খলিলুর। এক যুগে চাকরি পেতে সহায়তা করেছেন ৩ থেকে ৪শ’ জনকে। বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। যা দিয়ে বাড়ি করেছেন পৈত্রিক জমিতে, ঢাকায় কিনেছেন তিন কোটি টাকার ফ্ল্যাট।

বরিশালের আগৈলঝাড়ার লিটন সরকারকে ধারদেনায় রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করিয়েছে পরিবার। বাবা-মায়ের আশা ছিল চাকরি নিয়ে হাল ধরবে সংসারের। তার বিরুদ্ধে অভিযোগ, ফাঁস হওয়া প্রশ্নের উত্তর চাকরি প্রত্যাশীদের মুখস্ত করাতেন তিনি।

আরও পড়ুন  দমকা হাওয়াসহ বাড়বে বৃষ্টিপাত

বগুড়ার গাবতলীতে আধা পাকা বাড়ি ছাড়া নিয়ামুল হাসানের তেমন সম্পদ নেই বলে দাবি স্বজনদের। গ্রামবাসি জানায়, অনিয়মের কারণে পিএসসির চাকরি গেলে টেকনিশিয়ান হিসেবে নিয়ামুল যোগ দেয় সোহরাওয়ার্দী মেডিকেলে। একই উপজেলার মামুনুর রশিদের খুব একটা যাতায়াত নেই গ্রামে। তবে রয়েছে বেশ কিছু সম্পত্তি।

প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক আবেদ আলীসহ সাতজন আদালতে জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন  ঢাকা, সিলেট ও কুমিল্লায় ‍ভূমিকম্প অনুভূত

ট্যাগঃ

আলোচিত সংবাদ