ঢাকা, শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী। এর মধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন বৃত্তি পেয়েছে। প্রাথমিক সমাপনী পরীক্ষা উঠে যাওয়ায় গত বছর আগের মতো গতানুগতিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল তারা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিকের বৃত্তির ফল ঘোষণা করেন।

আরও পড়ুন  থানায় দ্রুত মামলা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওযবেসাইট www.dpe.gov.bd, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা ও থানা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে।

আরও পড়ুন  বৈঠক করলেন ইমরান খানের সাথে পাক প্রেসিডেন্ট

ট‍্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা করে এবং সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা মাসের ২২৫ টাকা করে পাবে। এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে প্রতি বছর ২৫০ টাকা করে এককালীন হিসেবে দেয়া হবে। অষ্টম শ্রেণি পর্যন্ত তারা এ বৃত্তি পাবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ