ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফকিরাপুলের আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার ফকিরাপুলের আবাসিক হোটেল রহমানিয়ার ১১ তলা থেকে মো. হাসান শাহিন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে  দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ফকিরাপুলের হোটেল রহমানিয়া থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  সন্দ্বীপে ঘূর্ণিঝড় 'মিধিলি'র তাণ্ডবে একজনের মৃত্যু

তিনি বলেন, হোটেলের স্টাফদের মুখে জানতে পেরেছি, হোটেলের ২০ তলা ভবনের ১১ তলার বারান্দা থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এটা হত্যা নাকি আত্মহত্যা প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে জানান তিনি।

ট্যাগঃ