চট্টগ্রামের ফটিকছড়িতে আধিপত্যবিস্তার নিয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ মাসুদ মির্জা (৩৫) নামে এক প্রবাসী খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ২ জনকে আটক করেছে।
শনিবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
মাুসদ মির্জা বালুটিলা এলাকার সাইদুর রহমানের ছেলে এবং দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান বাবু ও ছাত্রলীগ নেতা মির্জা মাহাবুবুর রহমান সুজন এর ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদের সাথে মোটরসাইকেল নিয়ে কথাকাটাকাটির জেরে শামীমের সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে শামিম মাসুদকে ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ভূজপুর থানা পুলিশের ওসি হেলাল উদ্দিন ভয়েস অফ এশিয়াকে বলেন বালুটিলা এলাকায় মাসুদ নামে একজন খুন হয়েছে। আমরা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষ বিস্তারিত বলা যাবে।