চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ৬ বছরের এক শিশুকে তরমুজ খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে ধর্ষণ করার অভিযোগে খাজা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় গোয়াছ ফটির এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
গ্রেপ্তারকৃত খাজা মিয়া ওই এলাকার মৃত রজব আলীর ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী কন্যাশিশু গত ৪ এপ্রিল দুপুর ১২টার দিকে তার বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় তরমুজ খাওয়ানোর কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় খাজা মিয়া। পরে দরজা বন্ধ করে ওই শিশুকে ধর্ষণ করেন খাজা মিয়া। এ সময় মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এলে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত খাজা মিয়া। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।
মো. নুরুল আবছার বলেন, মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে মাঠে নামে র্যাব। অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করে। আইনানুগ ব্যবস্থা তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।