চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ও তার স্বামী এস এম পারভেজ আলমের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সিআইবি রিপোর্ট দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সংসদ সদস্য পদ বাতিল সংক্রান্ত নির্বাচনী মামলায় শুনানি শেষে হাই কোর্টের বিচারপতি ফাতেমা নজিবের একক বেঞ্চ এই আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী শাহ্ আলম অভি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সাইয়্যেদ সাইফুদ্দিন আহমদ আল মাইজভান্ডারী।
আইনজীবী শাহ্ আলম অভি জানান, শুনানী শেষে বাদী পক্ষের আবেদনের ভিত্তিতে আইন ও বিধি মোতাবেক চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এবং তার স্বামী এস এম পারভেজ আলমের সিআইবি রিপোর্ট দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন আদালত।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপনের অভিযোগে নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী খাদিজাতুল আনোয়ারের সংসদ সদস্য পদ বাতিল ও পুনর্নির্বাচনের জন্য হাই কোর্টে নির্বাচনী মামলা দায়ের করেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ।
এই মামলায় নির্বাচন কমিশন, বাংলাদেশ ব্যাংকসহ ১৪ জনকে বিবাদী করা হয়।
উল্লেখ্য, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার এই আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে।